বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ তার অগ্রযাত্রায় ৫৮ বছর অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে চলছে। এই দীর্ঘ পথপরিক্রমায় অত্র ক্রেডিট ইউনিয়ন বনপাড়ার খ্রীষ্ট ভক্তদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক উন্নয়নকল্পে নেতৃত্ব বিকাশের মাধ্যমে ভাতৃত্বের এক মিলন সমাজ প্রতিষ্ঠা করেছে। আমাদের প্রানপ্রিয় এই ক্রেডিট ইউনিয়ন সদস্য-সদস্যাদের মিতব্যয়ীতার সুফল শিক্ষা দেওয়ার মাধ্যমে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করছে, প্রয়োজনে তাদের শেয়ার সঞ্চয় দ্বারা গঠিত তহবিল উন্নয়ন খাতে ঋণ হিসেবে বিতরণ করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। সদস্যদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে ও পারস্পারিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এই ক্রেডিট ইউনিয়ন নিরলসভাবে কাজ করে চলেছে। বর্তমান পরিচালনা পরিষদ ২০২০ সালের ১০ নভেম্বর দায়িত্ব লাভের পর থেকে এ পর্যন্ত সদস্য সেবার মান বৃদ্ধি এবং সদস্যদের অর্থনৈতিক, সামাজিক, আধ্যাত্বিক,সাংস্কৃতিক ও সাংগঠনিক উন্নয়নের লক্ষ্যে বহুবিধ কাজ করে যাচ্ছে।
সদস্য সেবার মান আরও বেশী উন্নত ও সহজ করতে গত ২ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে সাধারণ সদস্য, পরিচালনা পরিষদ ও অফিস স্টাফদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আই. ডি. কার্ড প্রদান করা হয়। ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে ভোটদান করতে এবং ক্রেডিট ইউনিয়নের যে কোন কাজে নিজের পরিচিতির জন্য আই. ডি. কার্ড বিশেষ প্রয়োজন হবে।
এই কার্যক্রম চলমান হয়েছে । যারা নতুন সদস্য পদ নিচ্ছে তাঁরা সরাসরি ক্রেডিটে এসে অথবা ক্রেডিট এর ইমেইল এর মাধ্যমে ছবি প্রেরণ করতে পারেন।
ক্রেডিটের ইমেইলে ছবি পাঠানোর নিয়মঃ
১। পাসপোর্ট সাইজের ছবি
২। পিতার ও মাতার নাম
৩। সদস্য নম্বর
৪। মোবাইল নম্বর সহ bonparacredit.bcccu@gmail.com এই ঠিকানায় প্রেরণ করতে পারবেন।
সদস্যদের আইডি কার্ড বিতরনের কিছু স্থির চিত্র।