বিদেশে যাওয়ার জন্য সচ্ছলতা ঋণ
Solvency Loan For Going Abroad
ভূমিকা:
খ্রীষ্টান সমাজের অনেক ব্যক্তি প্রশিক্ষণ, সেমিনার, উচ্চ শিক্ষা ও আর্থিক ভাবে স্বচ্ছল হওয়ার জন্য দেশের বাহিরে বিদেশে যেতে চান। আর্থিক সচ্ছলতা দেখাতে না পারার কারণে বিদেশে যেতে পারছেন না। এ বিষয়টি চিন্তা করে “বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, “বিদেশে যাওয়ার জন্য সচ্ছলতা ঋণ” প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।
ঋণ গ্রহণের যোগ্যতা:
- আবেদনকারীকে অবশ্যই বনপাড়া ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নিয়মিত সদস্য হতে হবে।
- চাকুরীজীবি বা ব্যবসায়ী হতে হবে।
- চাকুরীর ক্ষেত্রে নিম্নে ২৫ হাজার এবং ব্যবসায়ীর ক্ষেত্রে নিম্নে ৫০ হাজার টাকা আয় থাকতে হবে। ফটকা ব্যবসার আয় গ্রহণযোগ্য হবে না।
- একই পরিবারের একাধিক ব্যাংক সলভেন্সি ঋণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
- সলভেন্সি হিসাব খোলার জন্য ১,১৫০/- (একহাজার একশত পঞ্চাশ) টাকা। ভর্তি ফরম ৫০/- (পঞ্চাশ) টাকা এবং ভর্তি ফি ১০০/- (একশত) টাকা।
ঋণ গ্রহণের নিয়মাবলী:
- ক্রেডিট ইউনিয়ন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট আবেদন পত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
- মাসের সুদ ঋণ গ্রহণের পূর্বে সদস্যের সঞ্চয়ী হিসাবে জমা করতে হবে।
- ঋণ প্রক্রিয়া সম্পাদনের জন্য ২০০০/- টাকা ফি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
- আবেদনকারীর বনপাড়া ক্রেডিটের ১ টি সঞ্চয়ী চেকে স্বাক্ষর সহ টাকার অংক সহ লিখে জমা দিতে হবে।
- আাবেদনকারীকে উত্তরা ব্যাংক (বনপাড়া বাজার শাখায়) অথবা ইউনিয়ন ব্যাংক (বনপাড়া বাজার শাখায়) হিসাব থাকতে হবে।
- আবেদনকারীর ব্যাংক হিসাব থেকে গ্রহণকৃত ঋণের সমপরিমান অর্থ উত্তোলন করা যাবে না এই মর্মে আবেদনকারীকে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প এ অঙ্গীকার প্রদান করতে হবে।
- ঋণ গ্রহণের সময় সমিতির নামে ব্যাংক হতে টাকা উত্তোলনের চিঠি সহ একাউন্ট-পে MICR চেক জমা দিতে হবে।
- একাউন্ট-পে MICR নির্দিষ্ট চেক নম্বর ব্যতিত উক্ত টাকা অন্য কোন MICR চেক নম্বরে উত্তোলন করা যাবে না এই মর্মে ব্যাংক ম্যানেজারের নিকট নির্দেশনা দিতে হবে।
ঋণের পরিমাণ ও পরিশোধের নিয়ম:
- টাকা সর্বোচ্চ ৫০ লক্ষ।
- আবেদনকারীর বিদেশে যাওয়ার জন্য সচ্ছলতা সংক্রান্ত কার্য সমাধানের পর আবেদনকারী কর্তৃক প্রদানকৃত চেক নগদীকরণ করে ঋণ পরিশোধ করা হবে।
ঋণ আবেদনপত্রের সাথে যা যা জমা দিতে হবে:
- অত্র প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি।
- কর্মস্থলের আইডি কার্ডেও ফটোকপি দিতে হবে।
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- অত্র ক্রেডিট ইউনিয়নের স্বাক্ষরসহ ১টি সঞ্চয়ী চেক পাতা দিতে হবে এবং সঞ্চয়ী পাস বই।
- আবেদনকারীর ব্যাংক হিসাব প্রমাণ হিসাবে ব্যাংক স্টেটমেন্ট
- ব্যাংক চেকের সকল পাতাসহ চেকবই (একটি পাতা স্বাক্ষরসহ), ডেবিট/ক্রেডিট কার্ড থাকলে জমা রাখতে হবে।
- উক্ত ঋণের টাকা ব্যাংকে এফডিআর করলে এফডিআর এর মূলসনদ ক্রেডিট ইউনিয়নে জমা রাখতে হবে।
- পাসপোর্ট এর ফটোকপি এবং পরবর্তীতে ভিসা হলে ভিসার ফটোকপি জমা দিতে হবে।
- সকল কাগজপত্র A4 সাইজের কাগজে হতে হবে।