MAWTS এর সহযোগিতায় TITP JAPAN প্রজেক্ট

MAWTS এর সহযোগিতায় TITP JAPAN প্রজেক্ট বা MAWTS এর সহযোগিতায় অন্য কোন নির্ভরযোগ্য প্রজেক্ট এ বিদেশে যাওয়া

ভূমিকা:

বিশ্বের চতুর্থ ধনী দেশ জাপানে যাওয়ার সুযোগ তৈরী করেছেন কারিতাস বাংলাদেশ এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান MAWTS. TITP JAPAN প্রজেক্ট এ লেদ ও মিলিং মেশিন অপারেটর, স্কেফোল্ডার, পেইন্টার, কন্সট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, নার্সিং কেয়ার এ বিষয়টি চিন্তা করে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, “বিদেশে যাওয়ার জন্য ঋণ” প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। MAWTS এর সাথে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে উক্ত প্রকল্পে সদস্য পরিবারের সন্তানদের ঋণ সুবিধা দেওয়া হবে।

ঋণ গ্রহণের যোগ্যতা:

সাধারণ নিয়মাবলী:

ঋণের মেয়াদ ও সুদ:

ঋণ আবেদনপত্রের সাথে যা যা জমা দিতে হবে:

Scroll to Top