MAWTS এর সহযোগিতায় TITP JAPAN প্রজেক্ট
MAWTS এর সহযোগিতায় TITP JAPAN প্রজেক্ট বা MAWTS এর সহযোগিতায় অন্য কোন নির্ভরযোগ্য প্রজেক্ট এ বিদেশে যাওয়া
ভূমিকা:
বিশ্বের চতুর্থ ধনী দেশ জাপানে যাওয়ার সুযোগ তৈরী করেছেন কারিতাস বাংলাদেশ এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান MAWTS. TITP JAPAN প্রজেক্ট এ লেদ ও মিলিং মেশিন অপারেটর, স্কেফোল্ডার, পেইন্টার, কন্সট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, নার্সিং কেয়ার এ বিষয়টি চিন্তা করে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, “বিদেশে যাওয়ার জন্য ঋণ” প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। MAWTS এর সাথে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে উক্ত প্রকল্পে সদস্য পরিবারের সন্তানদের ঋণ সুবিধা দেওয়া হবে।
ঋণ গ্রহণের যোগ্যতা:
- আবেদনকারীকে অবশ্যই বনপাড়া ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নিয়মিত সদস্য হতে হবে।
- বয়স ১৮ থেকে ৩০ বছরের হতে হবে।
- এসএসসি/এইচএসসি/অনার্স/ডিপ্লোমা অথবা সমমানের হতে হবে।
- একই পরিবারের একাধিক সদস্য বিদেশ যাওয়ার ঋণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
- বিদেশ যাওয়ার ঋণ গ্রহণের ক্ষেত্রে হিসাব খোলার জন্য ১,১৫০/- (একহাজার একশত পঞ্চাশ) টাকা। ভর্তি ফরম ৫০/- (পঞ্চাশ) টাকা এবং ভর্তি ফি ১০০/- (একশত) টাকা।
- MAWTS এ ৬ (ছয়) মাস আবাসিক ব্যবস্থাপনায় থেকে জাপানী ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহনের পাশাপাশি পছন্দনীয় ট্রেডে প্রশিক্ষণ নেয়ার মানসিকতা থাকতে হবে।
সাধারণ নিয়মাবলী:
- ঋণের ক্ষেত্রে শেয়ার জমার পরিমাণ বিবেচনা করা হবে না।
- ঋণের বিপরীতে কোন ঋণ নিরাপত্তা স্কিমের টাকা গ্রহণ করা হবে না।
- এই ঋণের বিপরীতে কোন রিবেট/উৎসাহ বোনাস দেওয়া হবে না।
- প্রাথমিক সিলেকশান ও পরবর্তীতে পরীক্ষায় অকৃতকার্য হলে এর দায়-দায়িত্ব ক্রেডিট কর্তৃপক্ষের নয়।
ঋণের মেয়াদ ও সুদ:
- এক মাস হতে সর্বোচ্চ ১৮ মাসের জন্য ঋণ প্রদান করা হবে। প্রথম আট মাস কোন কিস্তি প্রদান করতে হবে না। প্রথম মাসে মাসিক ১২% হারে সুদের টাকা সঞ্চয়ী হিসাব থেকে স্থানান্তরের জন্য অগ্রীম প্রদান করতে হবে। প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে পরবর্তী মাসের অগ্রিম সুদ সঞ্চয়ী হিসাবে জমা দিতে হবে। ৯ম মাস হতে ঋণের আসল সহ মুনাফা প্রদান করতে হবে। ঋণের আসল ৬০,০০০/- টাকা ও মুনাফা ৬০০০/- টাকা সর্বমোট ৬৬,০০০/- টাকা হিসাবে প্রদান করতে হবে। কেউ চাইলে ঋণের আসল আরো বেশী প্রদান করতে পারবেন।
- ঋণের সুদের ডেইলী বেসিসে হিসাব করা হবে। প্রথম ৪ মাস ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার জন্য সুদ ১৫০০/- টাকা অর্থাৎ অনুমোদিত ঋণের টাকা যতটুকু সদস্যের হিসাব হতে প্রদান করা হবে তার উপর সুদ হিসাব করা হবে।
ঋণ আবেদনপত্রের সাথে যা যা জমা দিতে হবে:
- অত্র প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি।
- কর্মস্থলের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে।
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- অত্র ক্রেডিট ইউনিয়নের স্বাক্ষরসহ ১টি সঞ্চয়ী চেক পাতা দিতে হবে এবং সঞ্চয়ী পাস বই।
- আবেদনকারীর ব্যাংক হিসাব প্রমাণ হিসাবে ব্যাংক স্টেটমেন্ট।
- ঋণ গ্রহীতার ব্যাংক চেকের সকল পাতাসহ চেকবই (একটি পাতা স্বাক্ষরসহ) ও দায়িত্বগ্রহণকারীর ১ পাতার চেক স্বাক্ষরসহ জমা দিতে হবে।
- MAWTS এ ভর্তির পরীক্ষায় উত্তীর্ণের প্রত্যয়ণ পত্র ও পরে ভর্তি রশিদসহ অন্যান্য কাগজ জমা দিতে হবে।
- পাসপোর্ট এর ফটোকপি এবং পরবর্তীতে ভিসা হলে ভিসার ফটোকপি জমা দিতে হবে।
- সকল কাগজপত্র A4 সাইজের কাগজে হতে হবে।