আমাদের ঋণ প্রকল্প সমূহ
সাধারণ ঋণ প্রকল্প
পারিবারিক উন্নয়নে সাধারণ ঋন প্রকল্প হতে পরিকল্পিত ঋণ গ্রহণ করুন এবং উন্নয়নমূলক খাতে ব্যয় করুন।
হাউজিং ঋণ প্রকল্প
হাউজিং ডিপোজিট স্কীম ঋণ সাধারণ সদস্য-সদস্যারা যেন সহজে জমি ক্রয় বা গৃহ নির্মাণ করতে পারেন।
উচ্চ শিক্ষা ঋণ প্রকল্প
সন্তানের উচ্চ শিক্ষায় বড় ধরণের খরচের মোকাবিলা করতে উচ্চ শিক্ষা ঋণ প্রকল্প চালু করা হয়।
কৃষি ঋণ প্রকল্প
ক্রেডিট সদস্য পরিবারে কৃষি কাজে ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি প্রকল্প শুরু করা হয়।
ক্যাপাসিটি-১ ঋণ প্রকল্প
আর্থিকভাবে স্বাবলম্বী, উচ্চশিক্ষায় সহায়তা ও সঞ্চয়ী মনোভাব তৈরিতে এই প্রকল্প।
ক্যাপাসিটি-২ ঋণ
ক্ষুদ্র, স্টক, মৌসুমী ও অন্যান্য ব্যবসায়ী স্বল্প মেয়াদী সি.সি. গ্রহণের সুযোগ।
আত্নকর্মসংস্থান ঋণ
আর্থিকভাবে স্বাবলম্বী, বেকারত্ব দূরীকরণের ঋণ সহায়তা প্রদানে এই প্রকল্প।