স্বাস্থ্য বীমা প্রকল্প
সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং অসুস্থ্যকালিন সময়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।
ভূমিকা:
বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং অসুস্থ্যকালিন সময়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য “স্বাস্থ্য নিরাপত্তা প্রকল্প” চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উদ্দেশ্য:
- অসুস্থকালিন সময়ে চিকিৎসার জন্য নগদ অর্থের যোগান এবং সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা।
- সদস্যদের স্বাস্থ্যগত সেবা প্রদানের মাধ্যমে ক্রেডিট ইউনিয়নের সঞ্চয় আমানত বৃদ্ধি করা।
- অসুস্থ্যকালিন সময়ে চিকিৎসার অর্থের জন্য অন্যের উপর থেকে নির্ভরশীলতা হ্রাস, আর্থিক ভাবে নিজে স্বাবলম্বী থাকা এবং মানষিক শক্তি যোগানো।
হিসাব খোলার যোগ্যতা ও নিয়মাবলী:
- হিসাব খোলার সময় নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
- অত্র ক্রেডিট ইউনিয়নের কর্ম-এলাকার স্থায়ীবাসিন্দা হতে হবে এবং সদস্য ও পরিবারের যে কেউ হিসাব খোলার সুযোগ পাবেন।
- শিশুদের পক্ষে অভিভাবকগণ প্রকল্পের আওতায় নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে হিসাব খোলতে পারবেন।
- একজন সদস্য শুধুমাত্র একটি হিসাব খোলতে পারবেন।
- উক্ত প্রকল্পে সদস্য পদ গ্রহণের সময় প্রিমিয়াম বাদে খরচ হবে ৩০ (ত্রিশ) টাকা (আবেদন ফরম ১০/=,পাশ বই ১০/=, ভর্তি ফি ১০/=)
- হিসাব খোলার সময় যাদের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে তাদের অবশ্যই নিম্নে উল্লেখিত স্বাস্থ্য সনদ প্রদান করতে হবে। [ক. ইসিজি]
- গুরুতর অসুস্থ্য ব্যক্তি স্বাস্থ্যবীমা প্রকল্পের সদস্য হতে পারবেন না।
প্রিমিয়ামের প্রকার/ প্রকল্পে মাসিক জমার পরিমাণ:
- ২০, ৩০, ৫০, ১০০, ১৫০, ২০০,৩০০ টাকা (উল্লেখ্য যে, ৭০ বৎসর পর্যন্ত পলিসি কার্যকর থাকবে)
হিসাবের মেয়াদ:
- এই প্রকল্পের মেয়াদ হবে ৫ ও ১০ বছর। ৫ বছর পর নবায়নযোগ্য। মেয়াদ পূর্তির সাথে সাথে নবায়নের জন্য লিখিত ভাবে আবেদন করতে হবে।
প্রিমিয়াম ও দাবী পূরণের ধরণ:
- ২০ টাকা - হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ১০ হাজার টাকার ঊর্ধ্বে নয়।
- ৩০ টাকা - হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ১৫ হাজার টাকার ঊর্ধ্বে নয়।
- ৫০ টাকা - হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকার ঊর্ধ্বে নয়।
- ১০০ টাকা - হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকার ঊর্ধ্বে নয়।
- ১৫০ টাকা - হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ৭৫ হাজার টাকার ঊর্ধ্বে নয়।
- ২০০ টাকা - হাসপাতালের প্রকৃত খরচ অথবা সবোচ্চ ১ লক্ষ টাকার ঊর্ধ্বে নয়।
- ৩০০ টাকা - হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকার ঊর্ধ্বে নয়।