বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ইতিহাস

ভূমিকা:

১৯৩০ এর দশকে ঢাকার ভাওয়াল এলাকা থেকে নিঃস্ব, দুর্দশাগ্রস্থ কিছু ক্যাথলিক খ্রীষ্টান পরিবার ভাগ্যতাড়িত হয়ে ভ্যাগান্বেষনে রাজশাহী জেলার নাটোর মহকুমার বড়াইগ্রাম থানার অন্তর্গত বনপাড়া এলাকায় বসতি স্থাপন করে। ১৯২১-২৫ সালে ৬টি পরিবারের (২৬-২৭ সাল) স্থায়ীভাবে বসবাসের সঠিক তথ্য পাওয়া যায়। ঐ সময় এতদ অঞ্চলে জমির মূল্য অত্যন্ত কম থাকায় তাদের দেখাদেখি আরও অনেক পরিবার ধীরে ধীরে আসতে থাকে। মূলতঃ তারা ছিল কৃষি পেশাজীবি। প্রথম দিকে তাদের নিজস্ব ভিটা জমি কিছুই ছিলনা, স্থানীয় দয়ালু ব্যক্তিদের জমিতে বাড়িঘর তৈরী করতে থাকে এবং তাদের ও অন্যান্য লোকদের জমিতে শ্রমদাস হিসেবে কাজ করতে থাকে। দৈনন্দিন আয়ের দ্বারা জীবিকা নির্বাহ করত, সঞ্চয় বলতে তেমন কিছু থাকত না। ঢাকা থেকে আনীত অর্থ এবং শ্রমলব্ধ অর্থ দ্বারা কেহ কেহ জমি ক্রয় করে, নিজস্ব ভিটায় বাড়িঘর তৈরী করে। এ এলাকার লোক-হিন্দু, মুসলমানদের সংগে তারা মিলেমিশে চলতে থাকে। খ্রীষ্টানেরা অত্যন্ত বিশ্বস্ততার সংগে কাজ করতো বলে সকলে তাদের বিশ্বাস করতো, এমনকি বাজারে তাদের জিনিষ ওজনে ঠিক আছে বলে ওজন দেয়া হতো না।

খ্রীষ্টানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভক্তগণ পালকদের খোঁজে অনেক দৌড়াদৌড়ি করতে থাকে (কৃষ্ণনগর, ভবরপাড়া, আন্ধারকোটা)। তাদের চেষ্ঠার ফলসরূপ প্রথমে কৃষ্ণনগর ও ভবরপাড়া এবং পরে আন্ধারকোটা মিশন হতে ফাদারগণ ৪/৫ মাস পর পর বনপাড়ায় আসতেন এবং মেষদের পালকীয় সেবাযতœ নিতেন। ১৯২৮ সালে ফাঃ জি.ওবেট (পরবর্তী সময়ে দিনাজপুর ধর্মপ্রদেশের ২য় বিশপ) ধানজুড়ি হতে এসে ৪টি দম্পত্তির বিবাহ আর্শীবাদ করেন। ১৯৪০ সালে আন্ধারকোটা হতে বনপাড়াকে ধর্মপল্লী পর্যায়ে উন্নীত করা হয়। ফাঃ টি. কার্নেভালে ছিলেন বনপাড়া ধর্মপল্লীর প্রথম পাল-পুরোহিত।

পাল-পুরোহিত হিসেবে যারা বনপাড়ায় পালকীয় দায়িত্ব পালন করেছেন তারা হলেন ফাঃ পল কার্নেভালে (১৯৪০-৫২), ফাঃ আব্রাহাম পারেমপিল্লী (৪০-৪৫), ফাঃ থিওডোর কাস্তেলী (৪৪-৪৫), ফাঃ থোমাস কাত্তানেয় (৫২-৫৪), ফাঃ পল কার্নেভালে (৫৪-৫৮), ফাঃ লুইস ভেরপেল্লী (৫৮-৬২), ফাঃ আঞ্জেলো মাজ্জনী (৬২-৬৪), ফাঃ লুইস পিনোস (৬৪-৭৫), ফাঃ আন্তনীয় বাইও (৭৫-৭৯), ফাঃ জিওভান্নী বেরেত্তা (৭৯-৮৩), ফাঃ মার্শেল তপ্ন (ভারপ্রাপ্ত)- ৮৩, ফাঃ আঞ্জেলো কান্তন(৮৩-৯৩), ফাঃ দিনো যাকোমিনেল্লী (৯৩-২০১৪-)। সহকারী পালক যারা ছিলেন তারা হলেন ফাঃ পল পজ্জী, ফাঃ পল ডি রোজারিও, ফাঃ চেসকাতো, ফাঃ জেরলেরো, ফাঃ পল ডি রোজারিও, ফাঃ যোসেফ মারান্ডী, ফাঃ সিরিল টপ্য, ফাঃ ইম্মানুয়েল কে. রোজারিও, ফাঃ বিন্দু ইগ্নেসিউস হেমব্রম, ফাঃ বার্নাড রোজারিও, ফাঃ ফারিয়ান টুডু, ফাঃ আন্তনী মূর্মূ, ফাঃ পাত্রাস হাঁসদা, ফাঃ ব্লাসিউস টুডু, । আরও যারা সাময়িকভাবে সেবা দিয়েছেন তারা হলেন ফাঃ জ্যাঙ্কি, ফাঃ কোর্বা, ফাঃ আলেকজান্ডার ও ফাঃ সেবাষ্টিয়ান (উভয়ই ভারতীয়), ফাঃ কারেও, ফাঃ কালাঙ্কি, ফাঃ কার্লো, ফাঃ যোসেফ মূর্মূ, ফাঃ হারুন হেমব্রম প্রমূখ।

Scroll to Top