কৃষি ঋণ প্রকল্প

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

ক্রেডিট সদস্য পরিবারে কৃষি কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি প্রকল্প চালু করা। মূলতঃ কৃষকগণ যেকোন ফসল উৎপাদনের পরই অন্য ফসল চাষ করার জন্য সদ্য উৎপাদিত ফসল কমদামে বিক্রয় অথবা বাহির হতে ঋণ গ্রহণ করে পরবর্তী ফসলের চাষ করে থাকেন। এতে করে কৃষকগণ ব্যক্তিগত ভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হন। অথচ কৃষক যদি উক্ত ফসল ২ থেকে ৩ মাস অপেক্ষা করে বিক্রয় করেন, তাহলে বেশ লাভবান হতে পারতেন। তাই কৃষকগণকে আর্থিক ভাবে লাভবান ও সঞ্চয়ী করার লক্ষ্যেই উক্ত কৃষি প্রকল্প চালু করার উদ্যোগ বর্তমান পরিচালনা পরিষদ গ্রহণ করছেন।

সদস্যপদ লাভের যোগ্যতাঃ

সাধারণ ঋণ নীতিমালা;

পরিকল্পিত ঋণ করুন, উন্নয়নমূলক খাতে বিনিয়োগ করুন।