সাধারণ ঋণ প্রকল্প
“পরিকল্পিত ঋণ গ্রহণ করুন, একজন গর্বিত সদস্য হোন”
সাধারণ ঋণ নীতিমালাঃ
- নিয়মিত শেয়ার জমাদানকারী সদস্য সাধারণ ঋণের আবেদন করতে পারবে।
- অফিস হতে আবেদনপত্র গ্রহণ করার সময় অবশ্যই পাশবই দাখিল/হিসাব নং প্রদান করতে হবে।
- ঋণ মঞ্জর সভার ৪ (চার) দিন পূর্বে আবেদন পত্র অফিসে জমা দিতে হবে। উক্ত সময়ে আবেদনপত্র অফিসে জমাদানে ব্যর্থ হলে তা পরবর্তী সভায় মঞ্জুর করা হবে।
- আবেদনপত্র অফিসে জমাদানের ১ (এক) দিন পরে নিজ দায়িত্বে আবেদন পত্রে কোন সমস্যা আছ কি না জেনে নেওয়া এবং সমস্যা থাকলে তা সংশোধন করতে হবে।
- সাধারণ ঋণের ক্ষেত্রে ১২% হারে সুদ প্রদান করতে হবে।
- ঋণের মাসিক কিস্তি প্রদানে ব্যর্থ হলে পরবর্তী মাসে কিস্তি প্রদানকালে হাল নাগাদ বকেয়া সুদ ও মোট বকেয়া সুদের অর্ধেক জরিমানা রূপে প্রদান করতে হবে। তবে তাকে সম্পূর্ণ ঋণ নির্দিষ্ট মেয়াদের মধ্যে পরিশোধ করতে হবে।
- নিয়মিত ঋণের কিস্তি প্রদান করলে অর্থ বছর শেষে ১৫% উৎসাহ বোনাস প্রদান করা হবে।
- একটি পরিবারে সর্বোচ্চ ১২,০০,০০০/= (বার লক্ষ) টাকা ঋণ প্রদান করা হবে।
জামিন সংক্রান্ত নীতিমালাঃ
- একজন সদস্য-সদস্যা ৮ (আট) টি ঋণের জন্য জামিন হতে পারবেন। কিস্তি প্রদান সাপেক্ষে একই মাসে একাধিক জামিন প্রদান করা যাবে।
- একজন ঋণ গ্রহীতা ঋণ গ্রহণের পরবর্তী মাসে শেয়ার, ঋণের কিস্তি ও সুদ প্রদান সাপেক্ষে অন্য সদস্য-সদস্যার জামিন হতে পারবেন।
- আবেদনকারী নিজের এম.এস.পি./এফ.ডি.আর./সেভিংসপ্লাস/প্রভিডেন্ট ফান্ড (অফিস কর্মীদের জন্য প্রযোজ্য) জামিন দিতে পারবেন। তবে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত জামিনকৃত এম.এস.পি./এফ.ডি.আর./সেভিংসপ্লাস/প্রভিডেন্ট ফান্ড এর টাকা উত্তোলন করা যাবে না।
- পারিবারিক জামিন ২ (দুই) টির অধিক গ্রহণযোগ্য হবে না। তবে যে কোন ঋণে অবশ্যই ১টি জামিন পরিবারের বাহিরের হতে গ্রহণ করতে হবে।
- ব্যক্তি জামানত ছাড়াও জমি জামিন হিসেবে প্রদান করতে পারবেন।
ঋণ সংক্রান্ত নীতিমালাঃ
- একজন সদস্য-সদস্যা ৮ (আট) টি ঋণের জন্য জামিন হতে পারবেন। কিস্তি প্রদান সাপেক্ষে একই মাসে একাধিক জামিন প্রদান করা যাবে।
- একজন ঋণ গ্রহীতা ঋণ গ্রহণের পরবর্তী মাসে শেয়ার, ঋণের কিস্তি ও সুদ প্রদান সাপেক্ষে অন্য সদস্য-সদস্যার জামিন হতে পারবেন।
- আবেদনকারী নিজের এম.এস.পি./এফ.ডি.আর./সেভিংসপ্লাস/প্রভিডেন্ট ফান্ড (অফিস কর্মীদের জন্য প্রযোজ্য) জামিন দিতে পারবেন। তবে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত জামিনকৃত এম.এস.পি./এফ.ডি.আর./সেভিংসপ্লাস/প্রভিডেন্ট ফান্ড এর টাকা উত্তোলন করা যাবে না।
- পারিবারিক জামিন ২ (দুই) টির অধিক গ্রহণযোগ্য হবে না। তবে যে কোন ঋণে অবশ্যই ১টি জামিন পরিবারের বাহিরের হতে গ্রহণ করতে হবে।
- ব্যক্তি জামানত ছাড়াও জমি জামিন হিসেবে প্রদান করতে পারবেন।
- শুধু মাত্র নিয়মিত সাধারণ ঋণ আদান প্রদানকারী সদস্য-সদস্যাগণ সমন্বয় ঋণের আওতায় ঋণ সমন্বয় পূর্বক ঋণ গ্রহণ করতে পারবেন। চলতি ঋণে ১২ মাসের মধ্যে কম কিস্তি প্রদান/খেলাপী সদস্য-সদস্যাগণ এ ঋণের আওতায় কোন সুবিধা পাবেন না।
- প্রথম ৩ টি ঋণ (ধাপের) নিয়মিত পরিশোধের পর ৪র্থ ঋণ গ্রহণের পর থেকে সমন্বয় ঋণ গ্রহণ করতে পারবেন।