সমবায় সমিতির ঋণ মানুষের সু-সম্পর্কের বন্ধন

মি. আলেকজান্ডার কোড়াইয়া

১৯৫৫ খ্রিষ্টাব্দে বাংলাদেশে সমবায় সমিতি যিনি সূচনা শুরু করেছিলেন, তিনি আর কেউ নন এক বিদেশী ফাদার চার্লস জে. ইয়াং সি. এস. সি।  সত্যিই তিনি ছিলেন বাংলাদেশের মানুষের হৃদয়ে ভালবাসার প্রিয় একজন ব্যক্তি, যার কোন তুলনা এ জগতে মানুষের হয় না। নিঃস্বার্থহীন ভালবাসার অন্ধকারে আলোর প্রদ্বীপ হয়ে থাকবে অনন্তকাল। সমবায় অর্থ সকল মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একসাথে পথ চলা। তেমনি আমাদের বনপাড়াতে ৫৮ বছর পূর্বে হাতে গোনা ৬/৭ জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল এই প্রাণপ্রিয় সমবায় সমিতি। সকল সদস্য—সদস্যা সঞ্চয়ের সম পরিমাণ অর্থের অধিকারী। তাই—তো আজ বনপাড়া কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (আজ) নিজের পায়ে দাঁড়িয়েছে বললে ভুলনা করি। স্বয়ং সম্পূর্ণ যাকে বলে পরিপূর্ণতা, যাদের অবদানের ছেঁায়ায় আমরা আজ এত দূর আসতে পেরেছি। তাদের অনেককেই ঈশ^র নিয়ে গেছেন ঐশ^রাজ্যে। সেখানে একদিন আমাদেরও প্রস্তুত হইয়ে থাকতে হবে কখন ডাক আসে কেউ জানি না। বর্তমান বিশে^ অর্থের লোভে মানুষের সম্পর্ক অমানবিক হয়ে পড়ছে। যেখানে থাকছেনা মানুষের মাঝে সুসম্পর্ক, থাকছেনা একতা। আজ আমাদের গর্ব করার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় গুটি কয়েক মানুষের ঋনের পাহাড় গড়ে তোলায় সু—সম্পর্ক মাঝে যেন এক বিস্ময়কর অবস্থা বিরাজ করছে। ভাবতে হচ্ছে কি হবে? এইভাবে চলতে পারা যায় না। ভবিষ্যতে এইভাবে চলতে দেওয়া কি ঠিকহবে?

অনেকের প্রশ্নের সম্মুক্ষীণ হতে হচ্ছে, কিন্তু উত্তর পাওয়া বড়ই কঠিন। ২০২১ খ্রীঃ উত্তরবঙ্গ খ্রীষ্টান সমিতির ২৫ বছর সুবর্ণ জয়ন্তী উৎসবে আমার যাবার সৌভাগ্য হয়েছিল। সেই আনন্দঘন অনুষ্ঠানে বাংলাদেশ মন্ডলী আর্চ বিশপ বিজয় এন. ডি. ক্রুশ ও এম. আই. প্রধান অতিথি, এবং রাজশাহী ক্যাথলিক ধর্ম প্রদেশ বিশপ জের্ভাস রোজারিও, ডি.ডি. বিশেষ অতিথি হিসেবে শুভ উপস্থিতি দেখে নটরডেম কলেজের মাঠ প্রাঙ্গন যেন আনন্দে উপচে পড়েছিল। যখন শুরু হয়েছিল বক্তব্যের পালা দুই বিশপের হৃদয় থেকে ভেসে আসছিল দুঃখের এক নিদারুণ আঘাত। বর্তমানে সমবায় সমিতিতে খেলাপি ঋণের কিছু চিত্র তুলে ধরে। ভেবে পাচ্ছিলনা এমতাবস্থায় গোটা পরিবার অন্যের কাছে বিক্রি করলেও ঋণ সুদ করার উপায় থাকবে না। কি হবে আমাদের সুন্দর সু—সম্পর্ক অবস্থা। গুটি কয়েক সদস্যের জন্য আমাদের সমবায়ে সুসম্পর্ক নষ্ট হতে পারে না। তাই আমাদের এখনই সচেতন হওয়া খুবই জরুরী বলে আমি মনে করি। আমরা সকলেই মৃতব্যয়ী হই এবং সুন্দর জীবনের আনন্দ লাভ করি

ধন্যবাদ আশীর্বাদ
কামনায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top