বয়স্ক পিতামাতাগণ হলেন পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ তাদের লালন পালনেই আমরা এই পৃথিবী দেখতে পারছি। তাদের আদর ভালবাসা, শিক্ষা দীক্ষা আমাদেরকে যার যার অবস্থানে অধিষ্ঠিত করেছে। সন্তানের জীবনে পিতামাতার অবদানের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু এই পিতামাতাগণ যখন বৃদ্ধ হয়ে পড়েন তখন তারা চাকুরি থেকে অবসর নিয়ে বাড়িতে থাকেন কিংবা বাড়ির বাহিরে যাওয়ার তেমন সুযোগ পান না কিংবা বাড়িতে থেকে অনেক সময় তাদের এক ঘেয়েমি লাগে, এমন পরিস্থিতির কথা বিবেচনা করে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: গত ২৬ জুন ২০২২ খ্রিঃ তারিখে বয়স্ক পিতামাতাদের নিয়ে সারাদিন ব্যাপী এক মিলন মেলার আয়োজন করেন। যেখানে পিতা মাতাগণ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ বিনোদনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার দীলিপ এস. কস্তা, পাল-পুরোহিত, বনপাড়া ধর্মপল্লী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাদার যোসেফ মিস্ত্রী এস. জে, পাল-পুরোহিত, ভবানীপুর ধর্মপল্লী, ফাদার দীপক কস্তা ও এম আই, পাল-পুরোহিত, গোপালপুর ধর্মপল্লী, মি: গাব্রিয়েল কস্তা, প্রাক্তন চেয়ারম্যান, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, মি: বাবলু রেনাতোস কোড়াইয়া, প্রাক্তন চেয়ারম্যান, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, মি: সুকলেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মি: সুব্রত রোজারিও, চেয়ারম্যান, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
বিভিন্ন নাচ-গান, আবৃতি, অভিনয়, জীবন সহভাগিতা ইত্যাদির মধ্য দিয়ে তাদের ভিতরের প্রতিভা এবং জমে থাকা নানা কথা সহভাগিতা করেন।