হানি বি-সেভিংস প্রকল্প চালু ও শিশু কর্নার স্থাপন

পরিবারের চালিকাশক্তি হলেন পরিবারের মা। মাকে সন্তান লালন পালনসহ সংসারের যাবতীয় কাজ করতে হয়। পরিবারের পিতা নানা কাজে বাহিরে ব্যস্ত থাকার কারণে এই মাকেই আবার ঋণদানের জমা ও কিস্তি প্রদান কিংবা অন্যান্য প্রয়োজনে ক্রেডিট ইউনিয়নে আসতে হয়। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে মায়েরা সন্তানদের বাড়িতে রেখে এসে দুঃচিন্তায় থাকেন কিংবা সন্তানদের সঙ্গে এনেও তারা শান্তিমত কাজ করতে পারেন না। কারণ শিশুরা বেশীক্ষণ এক জায়গায় স্থিরভাবে থাকতে চায় না, কিংবা বিরক্তবোধ করে। মায়েদের এই সকল সমস্যার কথা বিবেচনা করে বর্তমান বোর্ড শিশুদের জন্য একটি শিশু কর্নার স্থাপন করেছেন যেন শিশুরা মায়েদের সাথে এসে খেলাধুলার মধ্য দিয়ে আনন্দ চিত্তে সময় পার করতে পারে এবং মায়েরাও যেন শান্তিমত কাজ সম্পন্ন করতে পারেন। এছাড়া যে সকল শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে তাদের জন্য হানি বি- সেভিংস নামে একটি প্রকল্প চালু করেছেন যেন শিশুরা মায়েদের সাথে ক্রেডিট ইউনিয়নে এসে শুধু খেলাধূলা নয় বরং যেন তাদের জমানো টাকা নিজ হাতে সেভিংসে জমা দিতে পারে। এভাবে সঞ্চয় জমা দেওয়ার মধ্য দিয়ে ক্রেডিটের প্রতি তাদেও আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং ছোটকাল থেকেই তারা সঞ্চয়ে উদ্বুদ্ধ হওয়ার মধ্য দিয়ে মিতব্যয়ী হওয়ার শিক্ষা লাভ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top