হাউজিং ঋণ প্রকল্প
সাধারণ নীতিমালাঃ
- অত্র প্রকল্পের মাধ্যমে কেবল মাত্র জমি ক্রয়/ জমি বন্ধক/ গৃহ নির্মাণ/ গৃহ সংস্কার/গবাদীপশু ক্রয়/গাড়ী ক্রয়/শিক্ষা/চিকিৎসা/কম্পিউটার ক্রয়/আসবাবপত্র ক্রয় খাতে ঋণ প্রদান করা হবে। একটি পরিবারে সবোর্চ্চ ১৫,০০,০০০/— (পনের লক্ষ) টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে। পরিবারের ১ টি বই দিয়ে অথবা একাধিক বই দিয়ে উক্ত পরিমান ঋণ গ্রহণ করতে পারবেন।
- পরিবারের আর্থিক স্বচ্ছলতা বিবেচনা পূর্বক ঋণ প্রদান করা হবে।
- সকল মেয়াদী ঋণের জন্য ১২% হারে সুদ প্রদান করতে হবে।
- অত্র ক্রেডিটের,ক্রেডিটসহ অন্য যে কোন প্রকল্পে ঋণ খেলাপী বা অন্য ক্রেডিটে আবেদনকারী বা আবেদনকারী পরিবারের কেউ ঋণ খেলাপী থাকলে তার আবেদন বালি বলে গন্য হবে।
জামিন সংক্রান্ত নিয়মাবলীঃ
- যে কোন পরিমাণ ঋণের জন্য ব্যক্তি অথবা জমি জামিন প্রদান করা যাবে।বাংলাদেশ সরকারের আইন সম্মত ভাবে সাবরেজিষ্ট্রার কর্তৃক পাওয়ার অব এর্টনি সম্পাদন করতে হবে। এ ক্ষেত্রে যাবতীয় খরচ ঋণ গ্রহীতাকেই বহন করতে হবে। তবে জমি নিঃকন্ঠক এবং আবাদী হতে হবে।
সমন্বয় ঋণের প্রক্রিয়াঃ
- নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
- সমন্বয় ঋণে অপরিশোধিত ঋণের উপর প্রতি হাজারে ২ টাকা হারে সার্ভিস চার্জ ঋণ পরিশোধের সময় ( এককালীন) প্রদান করতে হবে।