শিশু কিশোর সঞ্চয়
ভূমিকাঃ
ভূমিকাঃ
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ”। সুখী, সমৃদ্ধ ও স্বাবলম্বী দেশ গঠনে শিশুরাই আগামীতে ভূমিকা পালন করবে। সেই লক্ষ্যে শিশুদের মিতব্যয়ীতা শিক্ষার মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গঠনে বনপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ শিশু কিশোর এর সহযোগী হিসাব শিশু ব্যাংক সঞ্চয় প্রকল্প সহায়ক প্রকল্প চালু করার সিদ্ধাস্ত গ্রহণ করা হয়।
সাধারণ নীতিমালাঃ
সাধারণ নীতিমালাঃ
- উদ্দেশ্য: সঞ্চয়ী, সমবায়ী মনা হিসাবে গড়ে তোলা ও উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তা করা।
- বনপাড়া ধর্মপল্লীর আওতাধীন সকল খ্রীষ্টান অভিভাবক তাদের শিশু সন্তানের নামে উক্ত হিসাব খুলতে পারবেন।
- এই হিসাবে প্রতি মাসে নূন্যতম ১০ (দশ) টাকা এবং তদুর্ধ জমা দেয়া যাবে।
- একটি আর্থিক বছরে কোন সদস্য তিন বার জমাদানে ব্যর্থ হলে সাধারণ সঞ্চয় আমানতের নিয়ম অনুসারে সুদ দেয়া হবে।
- এই স্কীমে হিসাবধারীর বয়স ১৮ বছর পূর্ণ না হলে টাকা উত্তোলণ করা যাবে না।
- কোন হিসাবধারী যদি ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বেই মারা যান, সেক্ষেত্রে তার প্রকৃত অভিভাবক উপযুক্ত প্রমাণ সাপেক্ষে অথবা উত্তরাধিকারী উক্ত হিসাব বন্ধ করে টাকা উত্তোলণ করতে পারবেন।
- এই স্কীমে সুদের হার ১০% । প্রতি মাসের ৫ তারিখ হতে মাসের শেষ তারিখ পর্যন্ত গচ্ছিত সর্বনিম্ন জমা টাকার উপর প্রতি বৎসর ১ (এক) বার শুধু জুন মাসে সরল সুদ প্রদান করা হবে। সুদের টাকা হিসাব বরাবর সরাসরি স্থানান্তর করা হবে।