বনপাড়া খ্রীষ্টান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ তার অগ্রযাত্রায় ৫৮ বছর অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে চলছে। এই দীর্ঘ পথপরিক্রমায় অত্র ক্রেডিট ইউনিয়ন বনপাড়ার খ্রীষ্ট ভক্তদের অর্থনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও সাংগঠনিক উন্নয়নকল্পে নেতৃত্ব বিকাশের মাধ্যমে ভাতৃত্বের এক মিলন সমাজ প্রতিষ্ঠা করেছে। আমাদের প্রানপ্রিয় এই ক্রেডিট ইউনিয়ন সদস্য—সদস্যাদের মিতব্যয়ীতার সুফল শিক্ষা দেওয়ার মাধ্যমে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করছে, প্রয়োজনে তাদের শেয়ার সঞ্চয় দ্বারা গঠিত তহবিল উন্নয়ন খাতে ঋণ হিসেবে বিতরণ করে তাদের আর্থ—সামাজিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। সদস্যদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে ও পারস্পারিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এই ক্রেডিট ইউনিয়ন নিরলসভাবে কাজ করে চলেছে। বর্তমান পরিচালনা পরিষদ ২০২০ সালের ১০ নভেম্বর দায়িত্ব লাভের পর থেকে এ পর্যন্ত সদস্য সেবার মান বৃদ্ধি এবং সদস্যদের অর্থনৈতিক, সামাজিক, আধ্যাত্বিক,সাংস্কৃতিক ও সাংগঠনিক উন্নয়নের লক্ষ্যে বহুবিধ কাজ করে যাচ্ছে। বনবার্তার ৪র্থ সংখ্যায় আমরা দায়িত্ব লাভের পর এক বছরের মধ্যে যে সকল কার্যক্রম সম্পাদন করেছি সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি। বনবার্তা ৫ম
সংখ্যায় পরবতীর্ বছরে আমরা যেসব কার্যক্রম সম্পাদন করেছি সে সম্পর্কে সংক্ষেপে উপস্থাপন করছিঃ—
১। দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ: বর্তমান পরিচালনা পরিষদ ডিসেম্বর ২০২২ খ্রিঃ ক্রেডিট ইউনিয়নের আওতাধীন বিত্তবান ও জনদরদী সদস্যদের
নিকট হতে ব্যবহার উপযোগী শার্ট, প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবী, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, বাচ্চাদের কাপড়, বেডশীট, মশারী, শীতেরসোয়েটার, জ্যাকেট, শাল, কম্বল ইত্যাদি সংগ্রহ করে বিভিন্ন এলাকার দরিদ্র সদস্য পরিবারে বিতরণ করেন। এতে দরিদ্র ও অসহায় সদস্যদের শীতেরকষ্ট লাঘব হয়।
২। ৬০ ঊর্ধ্ব বয়স্ক সদস্যদের মিলন মেলা: বয়স্ক পিতামাতাগণ হলেন পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ তাদের লালন পালনেই আমরা এই পৃথিবী দেখতে পারছি। তাদের আদর ভালবাসা, শিক্ষা দীক্ষা আমাদেরকে যারযার অবস্থানে অধিষ্ঠিত করেছে। সন্তানের জীবনে পিতামাতার অবদানের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু এই পিতামাতাগণ যখন বৃদ্ধ হয়ে পড়েন তখন তারা চাকুরি থেকে অবসর নিয়ে বাড়িতে থাকেন কিংবা বাড়ির
বাহিরে যাওয়ার তেমন সুযোগ পান না কিংবা বাড়িতে থেকে অনেক সময় তাদের এক ঘেয়েমি লাগে, এমন পরিস্থিতির কথা বিবেচনা করে বর্তমান পরিচালনা পরিষদ গত ২৬ জুন ২০২২ খ্রিঃ তারিখে বয়স্ক পিতামাতাদের নিয়ে সারাদিন ব্যাপী এক মিলন মেলার আয়োজন করেন। যেখানে পিতা মাতাগণ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ বিনোদনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন। বিভিন্ন নাচ—গান, আবৃতি, অভিনয়, জীবন সহভাগিতা ইত্যাদির মধ্য দিয়ে তাদের ভিতরের প্রতিভা এবং জমে থাকা নানা কথা সহভাগিতা করেন।
৩। ফুটবল প্রদান: খেলাধুলা দেহ ও মন সুস্থ্য সবল রাখে। খেলাধুলা করলে একদিকে যেমন শরীর সুঠাম ও মজবুত হয় অন্যদিকে তেমনি মন প্রফুল্ল থাকে। দেহে রোগ সৃষ্টি হওয়ার ঝঁুকি কম থাকে, পড়ালেখা ও কাজের গতি বৃদ্ধি পায়। এছাড়া খেলাধুলা করলে মানুষের মধ্যে মন্দ চিন্তা, খারাপ
কাজ, অলসভাবে ঘুরে বেড়ানোর সুযোগ থাকে না। তাই যুব সমাজকে সুশৃঙ্খল, সুস্থ্য ও সুন্দর রাখতে আমরা গত ২০২২ সালের জুলাই ও আগষ্ট মাসে বিভিন্ন গ্রাম ও অঞ্চলে যুবকদের ফুটবল প্রদান করেছি।
৪। আই. ডি. কার্ড প্রদান: সদস্য সেবার মান আরও বেশী উন্নত ও সহজ করতে গত ২ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে সাধারণ সদস্য, পরিচালনা পরিষদ ও অফিস স্টাফদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আই. ডি. কার্ড প্রদান করা হয়। ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে ভোটদান করতে এবং ক্রেডিট ইউনিয়নের যে কোন কাজে নিজের পরিচিতির জন্য আই. ডি. কার্ড বিশেষ প্রয়োজন হবে।
৫। ৫৮ তম বার্ষিক সাধারণ সভা: গত ০৭ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে বর্তমান পরিচালনা পরিষদ ক্রেডিট ইউনিয়নের ৫৮ তম বার্ষিক সাধারণ সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সম্মানিত চেয়ারম্যান মি. সুব্রত রোজারিও। প্রধান অতিথির আসন গ্রহণ করেন মো: হোসেন শহীদ, জেলা সমবায় অফিসার, নাটোর। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন মো: মোস্তাফিজুর রহমান উপ—সহকারি পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, নাটোর, বড়াইগ্রাম, উপজেলা সমবায় অফিসার মো: আমজাদ হোসেন, ফা: দিলীপ এস. কস্তা, ফা: সুমান্ত ডি. কস্তা, রাজশাহী ধর্মপ্রদেশীয় ক্রেডিট ইউনিয়ন সমূহের চ্যাপলেইন, প্রাক্তন চেয়ারম্যান মি. গাব্রিয়েল কস্তা, মি. বাবলু রেনাতোস কোড়াইয়া। অতিথিদের ফুলের তোড়া দিয়ে এবং ব্যাচ পড়িয়ে বরন করা হয়। “হৃদয়ে এসো আত্মা তুমি দাওগো তোমার আলো”— গানটি গাওয়ার পর বাইবেল পাঠ ও প্রার্থনা করা হয়। প্রার্থনায় আলোচিত অর্থ বছরে অত্র ক্রেডিট ইউনিয়নের সকল প্রয়াতসদস্য—সদস্যা, ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা বাংলাদেশ ক্রেডিট ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা স্বগীর্য় বিশপ লরেন্স গ্রেনার সি. এস. সি. এর আত্মার চির শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। প্রার্থনার পর একটি নাচের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতে কোরাম পূর্তি লটারী ড্র করা হয়। সকলের সার্বিক সহযোগিতা এবং সদস্যদের আলোচনাসহ সকল কার্যক্রমে সক্রিয় অংশ্রগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী ৫৮ তম বার্ষিক সাধারণ সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
৬। ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন: গত ১ লা নভেম্বর ২০২২ খ্রীঃ তারিখে অর্ধ দিবস ব্যাপি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনটি উদ্ধসঢ়;যাপন করা হয়। ঐ দিন শিশু শ্রেনী হতে কলেজ বিশ^বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের ৫ টি বিভাগে ভাগ করে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া কেক কাটা, বক্তৃতা, আলোচনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। চিত্রাঙ্কনের বিষয় ছিল: ক বিভাগ: (শিশু থেকে ২য় শ্রেনী)— উন্মুক্ত, খ বিভাগ: (৩য় থেকে ৫ম)— মাটির ব্যাংকে সঞ্চয় করি, গ বিভাগ (৬ষ্ঠ থেকে ৮ম)— মারীয়ার কোলে শিশু যীশু, ঘ বিভাগ (৯ম থেকে ১০ম)— ফা: লুইস পিনোস এর ছবি, ঙ বিভাগ ( কলে বিশ^বিদ্যালয়)— রচনা: সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য মিতব্যয়ী হই। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়।
৭। সংবর্ধনা, শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান: গত ২৬ জানুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখে সংবর্ধনা, শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র ক্রেডিট ইউনিয়নের সদস্য মি. আগষ্টিন কস্তা ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বনপাড়া পৌরসভার বার বার নির্বাচিত মেয়র কে. এম. জাকির হোসেন তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। ফা: প্রদীপ পিরিছ এস.জে. বাংলা বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এবং ফাঃ মিল্টন কস্তা এস.জে. কলকাতা বিশ^ বিদ্যালয় হতে নারী শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (বাংলাদেশ গার্মেন্ট শিল্পের একটি অধ্যয়ন) এর উপর উচ্চতর ডিগ্রি লাভ করায় সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ২০২৩ সালের বার্ষিক পরীক্ষায় ১ম শ্রেনী হতে একাদশ শ্রেনী পর্যন্ত যে সব শিক্ষার্থী (অ +) পেয়েছে এবং ২০২০, ২০২১ ও ২০২২ সালের এস.এস.সি ও এইচ. এস.সি. পরীক্ষায় যারা (অ +) পেয়েছে তাদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের প্রধানগণ, ফাদারগণ, স্কুলের শিক্ষক—শিক্ষকাগণ, অভিভাবক, ছাত্র—ছাত্রীসহ মোট ৩৫০ জন উপস্থিত ছিলেন।
৮। শিক্ষা সফর: ভ্রমন মানুষকে আনন্দ দেয় এবং কর্মক্লান্তি দূর করে। অফিস কর্মীগণ সারা দিন কাজ করেন কিন্তু কোথাও যাওয়ার তেমন সুযোগ হয় না তাই বর্তমান পরিচালনা পরিষদ এবং অফিস স্টাফগণ ১৯ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃূ তারিখে কক্সবাজার শিক্ষা সফরে যান। সেখান থেকে বান্দরবান মৌচাক কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এবং পেকুয়া কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্রেডিট ইউনিয়নগুলোর বিভিন্ন কার্যক্রম ও প্রোডাক্ট সম্পর্কে এবং আমাদের ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম ও প্রোডাক্ট নিয়ে আলাপ—আলোচনা করা হয়। এই ভ্রমন পরিচালনা পরিষদ ও স্টাফদের মধ্যে আরও বেশী কর্মস্পৃহা ও কাজের গতি বৃদ্ধি করবে এবং সদস্য সেবার মান বৃদ্ধি পাবে।
৯। গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ সেমিনার: গত ২৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ হতে গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ সেমিনার শুরু করা হয়। পরিচালনা পরিষদের সদস্যগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সদস্যদের ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছেন। এ বছর প্রশিক্ষণের বিষয়গুলো হলো: সঠিক উদ্দেশ্যে ঋণ গ্রহণ এবং ঋণের সঠিক ব্যবহার, ঋণের আবেদন ফরম সঠিক তথ্য দ্বারা পূরণ করা, জামিন প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, খেলাপি হওয়ার ক্ষতিকর দিক এবং স্বাস্থ্য বীমা প্রকল্প।
১০। জাতীয় সমবায় দিবস: ৬ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখে বর্তমান পরিচালনা পরিষদ, অফিস স্টাফ ও ৩০—৪০ জন সদস্য—সদস্যাসহ ৫১ তম
জাতীয় সমবায় দিবসে উপজেলা পর্যায়ে র্যালিসহ আলোচনা সভা ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করেন। বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন সমিতির সদস্যগণ এবং পরিচালকমন্ডলী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সমিতির কার্যক্রম নিয়ে বক্তব্য ও আলোচনা সভা হয়। চেয়ারম্যান মহোদয় আলোচনা ও বক্তব্যে আমাদের ক্রেডিট ইউনিয়নের সকল কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। এতে অন্যান্য সমিতির নিকট আমাদের সমিতি আরও বেশী পরিচিতি ও খ্যাতি অর্জন করে এবং উক্ত দিবসে আমাদের সমিতি উপজেলা পর্যায়ে সম্মাননা পুরস্কার লাভ করে।
১১। বিজয় দিবস: দীর্ঘ নয় মাস মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙ্গালী জাতি লাভ করেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং একটি নিজস্ব পতাকা, বাঙ্গালী জাতির ইতিহাসে এটি একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। প্রতিবছর বাঙ্গালী জাতি এই দিবসটি যথাযথ মর্যাদায় উদ্ধসঢ়;যাপন করে থাকে। পরিচালনা পরিষদ ও অফিস কমীর্গণ এই দিবসটিতে মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে র্যালিতে অংশগ্রহণ করেন এবং বনপাড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করার পর আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
১২। জাতীয় শোক দিবস: ১৫ আগষ্ট বাঙ্গালীর ইতিহাসে একটি শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে বাঙ্গালী জাতি হারিয়েছে তার মহান নেতাকে। এই দিনের হত্যাকান্ডের কথা বাংলার ইতিহাস থেকে কখনও মুছে যাবে না। প্রতি বছর এই দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে উদ্ধসঢ়;যাপন করা হয়।বর্তমান বোর্ড উক্ত দিবসটিতে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন পূর্বক কালো ব্যাচ পরিধানসহ প্রার্থনা ও শোকসভা করেন।
১৩। অক্সিজেন সিলিন্ডার ক্রয়: সদস্য পরিবারের যে কোন ব্যক্তি শ^াসকষ্টজনিত সমস্যায় ভোগলে জরুরী সেবা প্রদান করার জন্য বর্তমান বোর্ড একটি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছেন। সদস্যগণ নিজেদের প্রয়োজনে জরুরী মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছেন এবং বিশেষ ভাবে উপকৃত হচ্ছেন।
১৪। টাকা গণনার মেশিন ও রশিদ প্রিন্টার ক্রয়: লেনদেন কার্যক্রম দ্রুত এবং নির্ভুলভাবে করতে বর্তমান বোর্ড একটি টাকা গণনা করার মেশিন ও ৩ টি প্রিন্টার মেশিন ক্রয় করেছেন। টাকা গণনার মেশিনে জাল টাকা, ছেঁড়া টাকা, কসটেপ লাগানো টাকা ধরা পড়ায় টাকা লেনদেন কাজে কারো কোন প্রকার চালাকি করার সুযোগ নেই। এছাড়া মেশিনের মাধ্যমে অল্প সময়ে নির্ভূলভাবে টাকা গণনা করা যায় বলে স্টাফদের কাজ অনেকটা সহজ হয়েছে এবং অল্প সময়ে অধিক কাজ করতে পারছেন। এছাড়া টাকা লেনদেন কাজে স্টাফদের হাতে লেখার চাপ কমে গিয়েছে। এখন সদস্যরা টাকা জমা কিংবা উত্তোলনের সময় রশিদ প্রিন্টারের মাধ্যমে দ্রুত রশিদ হাতে পাচ্ছেন এবং আদায়কারী ও সদস্য উভয়েরই সময় বেচেঁ যাচ্ছে।
১৫। খেলাপি তাগাদা: খেলাপি সদস্যদের মাত্রা হ্রাস করতে বর্তমান বোর্ড বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। গত বছর খেলাপি সদস্যের জামিনদারদের নিয়ে বেশ কয়েকটা সভা করা হয়েছে। সভা করার মাধ্যমে খেলাপি সদস্যের প্রতি জামিনদারদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া অনাদায়ী ঋণ আদায় উপ—কমিটির সদস্যদের সাথেও কয়েকটি সভা করা হয়েছে যেন তারাও খেলাপী সদস্যদের সাথে সংলাপ করে বই চালু করতে উৎসাহিত করেন। অফিস থেকে প্রতিমাসে দুইজন কমীর্ খেলাপী তাগাদায় গ্রামে যাচ্ছেন। এছাড়া পরিচালনা পরিষদও প্রতি বছর মার্চ— এপ্রিল মাসে খেলাপী তাগাদায় সদস্যদের বাড়ী বাড়ী যান। এ বছরও পরিচালনা পরিষদ মার্চ—এপ্রিল মাসে খেলাপী তাগাদায় বাড়ী বাড়ী যাবেন। যেসব খেলাপী সদস্য এলাকার বাহিরে চলে গেছেন তাদের সাথে ফোনে যোগাযোগ করে খেলাপী হ্রাস করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৬। জোনাইল ক্রেডিট ইউনিয়ন পরিদর্শন: গত ৭ আগষ্ট ২০২২ খ্রিঃ তারিখে বর্তমান বোর্ড জোনাইল কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়নসহ জোনাইল আদর্শ মহিলা সমিতি এবং জোনাইল এগ্রিকালচার ক্রেডিট ইউনিয়ন পরিদর্শন করেন। পরিদর্শন কালে সমিতিগুলোর সাথে আমাদের সমিতির কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে আলোচনা করা হয়। জোনাইল আদর্শ মহিলা সমিতিতে গিয়ে দেখা যায় তাদের রয়েছে ব্লকবাটিকের পোশাক তৈরির মেশিন। সেখানে তৈরি হচ্ছে মহিলাদের ব্যবহারের বিভিন্ন পোশাক, শাড়ি, ব্লাউজ বেডশিট, ব্যাগ, মাস্ক ইত্যাদি।
১৭। মহাসচিবের ক্রেডিট পরিদর্শন: গত ২৬/১১/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা সমবায় অধিদপ্তর হতে সমবায় উপসচিব মো: সাহাদৎ হোসেন (আর. ডি. সি. ডি, এল. জি. আর. ডি, বাংলাদেশ সচিবালয়, ঢাকা)আমাদের ক্রেডিট ইউনিয়ন পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে তিনি পরিচালনা পরিষদের সাথে অত্র ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা করেন। তিনি ঘুরে ঘুরে ক্রেডিট কার্যক্রম দেখেন এবং সমিতির কাজের বেশ প্রশংসা করেন। তিনি আমাদের কার্যক্রমের প্রশংসা করেন এবং সেবার মান আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
১৮। প্রাক্তন অফিস বেয়ারারদের ছবি সংরক্ষণ: অত্র ক্রেডিট ইউনিয়নের জন্ম লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত খ্রীষ্টভক্তদের মধ্য থেকে দারিদ্র
বিমোচন ও আর্থ—সামাজিক উন্নয়নের লক্ষ্যে যারা বিভিন্ন বোর্ডে থেকে তাদের অক্লান্ত পরিশ্রম, পরামর্শ ও নিঃস্বার্থ সেবাদানের মধ্য দিয়ে ক্রেডিট ইউনিয়নকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন তাদের সম্মান ও স্মৃতি ধরে রাখার জন্য বর্তমান পরিচালনা পরিষদ বিভিন্ন বোর্ডের অফিস বেয়ারারদের ছবি সংগ্রহ করে অফিসে সংরক্ষণ করেছেন, যা পরবতীর্ প্রজন্মের নিকট স্বাক্ষ্য বহন করবে।
১৯। দক্ষিণ ভিকারিয়ার সভা: গত ২০ শে মে ২০২২ খ্রিঃ তারিখে দক্ষিণ ভিখারিয়ার ক্রেডিট ইউনিয়ন সমূহের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে অত্র ত্রেডিট ইউনিয়নে সারাদিন ব্যাপি এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বোনীর্ ধর্মপল্লীর পাল—পুরোহিত ফা: সুশান্ত ডি. কস্তা, বনপাড়া ধর্মপল্লীর পাল—পুরোিাহত ফাদার দিলীপ এস. কস্তা, রাজশাহী ধর্মপ্রদেশীয় ক্রেডিট ইউনয়নসমূহের চ্যাপলেইন এবং ভিগার জেনারেল ফা: ইম্মানুয়েল কানন রোজারিও এবং রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তা সহ বিভিন্ন ধর্মপল্লীর পাল পুরোহিতগণ উপস্থিত ছিলেন। উক্ত মত বিনিময় সভার আলোচ্য সূচিছিল:
১. ক্রেডিট ইউনিয়ন সমূহের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের কার্যকারিতা সহভাগিতা ও মূল্যায়ণ
২. ক্রেডিট ইউনিয়নের সিনোডাল বৈশিষ্ট সমূহ বজায় রাখার জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ
৩. ক্রেডিট ইউনিয়ন সমূহ আর্থিক উন্নয়নের পাশাপাশি অন্য কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে ভুমিকা রাখতে পারে। বৃহত্তর একতা, সম্পর্ক উন্নয়ন ও পারস্পারিক উন্নয়ণের জন্য ক্রেডিট ইউনিয়নসমূহ কি কি যৌথ কার্যক্রম গ্রহণ করতে পারে।
২০। প্রসূতিভাতা ও মৃতব্যক্তির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ: বর্তমান পরিচালনা পরিষদ ক্রেডিট ইউনিয়নের সদস্যভুক্ত প্রসূতি মাকে এককালীন ২,০০০ টাকা প্রসূতিভাতা প্রদান করেন যেন নবজাতক শিশুটি জন্মের সাথে সাথে আমাদের সমিতির সদস্যভুক্ত হয়। এছাড়া কোন ক্রেডিট সদস্য মৃত্যুবরণ করলে পরিচালনা পরিষদ ঐ মৃতব্যক্তির পরিবারে গিয়ে শান্ত্বনা প্রদানসহ গীর্জায় খ্রিষ্টযাগে অংশগ্রহণ এবং মৃত ব্যক্তির সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন।
২১। হানি বি—সেভিংস ও শিশু কর্নার: পরিবারের চালিকাশক্তি হলেন পরিবারের মা। মাকে সন্তান লালন পালনসহ সংসারের যাবতীয় কাজ করতে হয়। পরিবারের পিতা নানা কাজে বাহিরে ব্যস্ত থাকার কারণে এই মাকেই আবার ঋণদানের জমা ও কিস্তি প্রদান কিংবা অন্যান্য প্রয়োজনে ক্রেডিট ইউনিয়নে আসতে হয়। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে মায়েরা সন্তানদের বাড়িতে রেখে এসে দুঃচিন্তায় থাকেন কিংবা সন্তানদের সঙ্গে এনেও তারা শান্তিমত কাজ করতে পারেন না। কারণ শিশুরা বেশীক্ষণ এক জায়গায় স্থিরভাবে থাকতে চায় না, কিংবা বিরক্তবোধ করে। মায়েদের এই সকল সমস্যার কথা বিবেচনা করে বর্তমান বোর্ড শিশুদের জন্য একটি শিশু কর্নার স্থাপন করেছেন যেন শিশুরা মায়েদের সাথে এসে খেলাধুলার মধ্য দিয়ে আনন্দ চিত্তে সময় পার করতে পারে এবং মায়েরাও যেন শান্তিমত কাজ সম্পন্ন করতে পারেন। এছাড়া যে সকল শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে তাদের জন্য হানি বি— সেভিংস নামে একটি প্রকল্প চালু করেছেন যেন শিশুরা মায়েদের সাথে ক্রেডিট ইউনিয়নে এসে শুধু খেলাধূলা নয় বরং যেন তাদের জমানো টাকা নিজ হাতে সেভিংসে জমা দিতে পারে। এভাবে সঞ্চয় জমা দেওয়ার মধ্য দিয়ে ক্রেডিটের প্রতি তাদেও আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং ছোটকাল থেকেই তারা সঞ্চয়ে উদ্বুদ্ধ হওয়ার মধ্য দিয়ে মিতব্যয়ী হওয়ার শিক্ষা লাভ করছে।
পরিশেষে বলা যায়, বনপাড়া খ্রীষ্টান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বর্তমান পরিচালনা পরিষদ উপরিউক্ত কার্যক্রম ছাড়াও অনেক কার্যক্রম করে যাচ্ছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আমাদের কাজে সহযোগিতা ও বাস্তবায়ন করতে প্রত্যেক সদস্য—সদস্যাদের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন। ধন্যবাদ।।