ক্যাপাসিটি-২ ঋণ প্রকল্প
উদ্দেশ্যঃ
বনপাড়া খ্রীষ্টান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর আওতাভূক্ত সদস্য পরিবারের ক্ষুদ্র ব্যবসায়ী, স্টক ব্যবসায়ী, মৌসুমী ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ীগণ বিভিন্ন অর্থলগ্নী প্রতিষ্ঠান হতে চড়াসুদে স্বল্প মেয়াদী সি.সি. লোন গ্রহণ করে থাকেন। ব্যাংক বা অর্থলগ্নী প্রতিষ্ঠানে সিসি লোন পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে হয়। তাছাড়া তুলনামূলক বেশ খরচ গুনতে হয়, পাশাপাশি চড়া অংকের সুদও প্রদান করতে হয়। এইসব ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দানের জন্য অত্র প্রতিষ্ঠানে উক্ত প্রকল্প চালু করতে আগ্রহ প্রকাশ করে।
সদস্য লাভের যোগ্যতা ও নিয়মাবলীঃ
০১। ক্যাপাসিটি-২ অত্র ক্রেডিট ইউনিয়নের নিয়মিত ২০ থেকে ৬০ বছর বয়সী সদস্য-সদস্যা হতে হবে।
০২। কর্ম এলাকার যে কোন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে।
০৩। পৌরসভা বা সংশ্লিষ্ট কতৃর্পক্ষ কতৃর্ক প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্স না থাকলে ব্যবসায়ের প্রমানপত্র দাখিল করতে হবে।
০৪। এই প্রকল্পে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) জন সদস্য হতে পারবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সদস্য পদ প্রদান করা হবে। কোন সদস্য প্রকল্পের সদস্য পদ প্রত্যাহার করলে আবেদনের ক্রমানুসারে সদস্য পদ প্রদান করা হবে।
০৫। এক পরিবারে ১ টির বেশী Capacity–2 (ক্যাপাসিটি—২) প্রকল্পের সদস্য হওয়া যাবে না।
০৬। Capacity-1 (ক্যাপাসিটি-১) প্রকল্পের সদস্য কোন ভাবেই Capacity–2 (ক্যাপাসিটি—২) প্রকল্পের সদস্য হতে পারবে না।
০৭। এই প্রকল্পে সদস্য হতে হলে ভর্তি ফি ৫০ টাকা এবং আবেদন ফরম ৫০ টাকা প্রদান করতে হবে। প্রতি মাসে নূন্যতম ১,০০০/— (এক হাজার) টাকা করে সঞ্চয় জমা দিতে হবে।
০৮। সঞ্চয় জমা দিতে ব্যর্থ হলে প্রতি মাসে ১০ টাকা করে সবোর্চ্চ ৬০ টাকা জরিমানা প্রদান করতে হবে।
০৯। জমাকৃত সঞ্চয়ের উপর ৭% সুদ প্রদান করা হবে।
ঋণ প্রদানের নিয়মাবলীঃ
০১। এ প্রকল্পে সঞ্চয় জমার ১০ গুণ অনুসারে এবং ব্যবসায় বিনিয়োগকৃত টাকার দুই ভাগের এক ভাগ হিসাবে সর্বোচ্চ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা Capacity-2 (ক্যাপাসিটি-২) ঋণ প্রদান করা হবে।
০২। ঋণ আবেদনকারী সদস্যকে ক্রেডিট ইউনিয়নের কতৃর্ক সরবারহকৃত ও নির্ধারিত ১০০ (একশত) টাকা মূল্যের আবেদন পত্র সংগ্রহ ও যথাযথ ভাবে পূরণ করে আবেদন করতে হবে।
০৩। এ প্রকল্পে ঋণের সুদের হার হবে ১২%। প্রতিমাসে ঋণের ব্যবহৃত টাকা ডেইলী বেসিস প্রক্রিয়ায় সুদ হিসাবে করে মাসে শেষে সুদ প্রদান করতে হবে।
০৪। এই ঋণের মেয়াদ হবে ঋণ মঞ্জুরের দিন থেকে পরবর্তী এক বছর । সদস্য চাইলে উক্ত সময়ের মধ্যে একাধিক বার ঋণ গ্রহণ ও পরিশোধ করতে পারবেন। তবে বছর শেষে অবশ্যই ঋণ পরিশোধ অথবা নবায়ন করতে হবে। নবায়ন করতে চাইলে মেয়াদ পূতীর্র পূর্বের মাসে আবেদন করতে হবে। বোর্ড সভায় আবেদন অনুমোদন হলে নবায়নের সুবিধা প্রদান করা হবে অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ন ঋণ পরিশোধ করতে হবে।
০৫। ঋণ নবায়নের সময় প্রতিষ্ঠান কর্তর্ক প্রদত্ত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।
০৬। নবায়নকালে এক কালিন ৫০০ টাকা নবায়ন ফি প্রদান করতে হবে এবং পরপর ৫ বছর এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
০৭। কোন অবস্থাতেই সুদ বকেয়া রাখা যাবে না। সুদ বকেয়া হলে পরবতী মাসের চলতি সুদের সাথে বকেয়া সুদ ও সুদের জরিমানা সম পরিমাণ জরিমানা প্রদান করতে হবে।
০৮। কোন মাসে সুদ প্রদানে ব্যর্থ হলে পরবতীর্তে নবায়নের সুযোগ পাবেন না।
০৯। কোন ক্রেডিট ঋণ খেলাপী বা লেন—দেন অসন্তোষজনক সদস্য উক্ত প্রকল্পে ঋণ সহায়তা পাবে না।
১০। দোকান ডিডের দলিলের ফটোকপি প্রদান করতে হবে।
১১। পূর্বের জামিন বহাল রেখে নবায়ন করা যাবে। নির্ধারিত নবায়ন ফর্মে আবেদন করতে হবে।
জামিন সংক্রান্তঃ
০১। যে কোন পরিমাণ ঋণের জন্য সদস্য জামিন ও জমি জামিন প্রদান করতে পারবেন।
০২। জমি জামিনের ক্ষেত্রে:
(ক) জমি নিঃকন্ঠক হতে হবে।
(খ) বন্ধকী, বসত ভিটা ও ডোবা জমি জামিন দিতে পারবে না।
(গ) বাংলাদেশ সরকারের আইন সম্মত ভাবে সাবরেজিষ্ট্রার কতৃর্ক হলফনামা সম্পাদন করতে হবে। এ ক্ষেত্রে যাতীয় খরচ ঋণ গ্রহীতাকেই বহন করতে হবে।
(ঘ) ঋণ পরিশোধ হওয়া মাত্র চুক্তিনামা বাতিল বলে গণ্য হবে।
(ঙ) পারিবারিক জামিন গ্রহণ যোগ্য হবে না।
০৩। ক্রস জামিন গ্রহণ যোগ্য হবে না।
০৪। ক্রেডিট শেয়ার-সঞ্চয়,স্থায়ী আমানত, দ্বিগুণ আমানত, সেভিংস প্লাস, এম.এস.পিতে জমাকৃত সঞ্চয় ক্যাপাসিটি-২ ঋণের জন্য জামিন হিসাবে ব্যবহার করা যাবে। (প্রকল্পের সদস্যগণ শুধু মাত্র একটি জামিন প্রদান করতে পারবেন।)
০৫। অতিরিক্ত ১০% জামিন গ্রহণ প্রদান করতে হবে।
০৬। ৫ সদস্য বিশিষ্ট ১ টি কমিটি জমির কাগজ পত্র যাচাই বাছাই পর বোর্ড সভায় প্রেরণ করবে। বোর্ড বিস্তারিত আলোচনা স্বাপেক্ষে ঋুটি মঞ্জুর করবে।
০৭। এই প্রকল্পের সঞ্চয় কোনরুপ জামিন প্রদান করা যাবে না।
সদস্যপদ প্রত্যাহারঃ
১। অত্র প্রকল্পে জমাকৃত সঞ্চয় উত্তোলন যোগ্য নয়। প্রকল্পের সদস্যপদ প্রত্যাহার পূর্বক জমাকৃত সঞ্চয় জমা উত্তোলন করা যাবে। সদস্যপদ প্রত্যাহারের সময় ১০০ টাকা ত্যাগ ফি ও ১০ টাকা ফরমের মূল্য পরিশোধ করতে হবে।
(যে সকল নিয়ম অত্র নীতিমালায় উল্লেখ নেই তা সাধারণ ঋণ নীতিমালা অনুসারে প্রয়োগ হবে। এই নীতিমালা পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের ক্ষমতা বোর্ড কতৃর্ক সংরক্ষিত।)