ক্যাপাসিটি-১ ঋণ প্রকল্প
সদস্য লাভের যোগ্যতা ও নিয়মাবলীঃ
- অত্র ক্রেডিট ইউনিয়নের নিয়মিত স্বচ্ছল ও যৌথ পরিবারের ২০ থেকে ৬০ বছর বয়সী সদস্য—সদস্যা হতে হবে।
- প্রতি মাসে সর্বনিম্ন ৫০০ টাকা করে সঞ্চয় জমা করতে হবে।
- জমাকৃত সঞ্চয়ের উপর ৬% সুদ প্রদান করা হবে।
ঋণ প্রদানের নিয়মাবলীঃ
- এই প্রকল্পে ৩ (তিন) মাস পূর্বের সঞ্চয়ের ১০ গুণ অনুসারে সর্বোচ্চ ১০,০০,০০০/— (দশ লক্ষ) টাকা ঋণ প্রদান করা হবে।
- এই প্রকল্পে ঋণের সুদ হবে ১২%। এখানে কোন রিবেট প্রদান করা হবে না।
- উক্ত ঋণ ৪৮/৬০/৭২/৮৪/৯৬/১০৮/১২০/১৩২ কিস্তিতে পরিশোধযোগ্য।৪৮—৬০ কিস্তিতে প্রতি হাজারে ২ টাকা,৭২—৮৪ কিস্তিতে প্রতি হাজারে ৩ টাকা,৯৬—১০৮ কিস্তিতে প্রতি হাজারে ৪ টাকা, ১২০—১৩২ কিস্তিতে প্রতি হাজারে ৫ টাকা সার্ভিস চার্জ এককালীন ঋণ গ্রহণের সময় প্রদান করতে হবে।