উৎসব সঞ্চয় প্রকল্প
উৎসবের আনন্দ হোক সবার, আসুন সঞ্চয় করি
সাধারণ নীতিমালাঃ
- সদস্যপদ গ্রহণের জন্য প্রতিটি সদস্যকে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।
- ১ বছর বয়স থেকে যে কোন বয়সের ক্যাথলিক খ্রীষ্টভক্ত এই প্রকল্পের সদস্য হতে পারবে।
- উক্ত হিসাবে সঞ্চীত টাকা জামিন হিসাবে প্রদান করতে পারবে, সে ক্ষেত্রে উক্ত ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সদস্য পদ প্রত্যাহার করতে পারবে না।
- এই প্রকল্পে সুদের হার ৬%।
- এক অর্থ বছরে ৩ মাস জমা প্রদান না করলে ঐ অর্ত বছরে ৪% হারে সুদ প্রদান করা হবে।