উচ্চ শিক্ষা ঋণ প্রকল্প

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীও অভিভাবকদের দুঃচিন্তা দূরীকরণ।

ভূমিকাঃ

আধুনিক শিক্ষা ব্যবস্থায় দিন দিন শিক্ষার ব্যয় বেড়েই চলেছে। শিক্ষা ব্যয় নির্বাহ করা একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর উচ্চ শিক্ষা ব্যয় নির্বাহ করা একটি পরিবারের জন্য অসম্ভব কল্পনার মত হয়ে যাচ্ছে। উচ্চ শিক্ষা প্রকল্পটি বনপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তামূলক প্রকল্প।

সাধারণ নীতিমালাঃ

সরকারী শিক্ষা প্রাতিষ্ঠানের ক্ষেত্রেঃ

মেডিকেল কলেজ ও বুয়েট এ অধ্যয়নরতদের ক্ষেত্রে ৩ (তিন) লক্ষ টাকা, বুয়েট, বিশ্ববিদ্যালয় ( অনার্স ও মাস্টার্স), এম, পি. এইচ, সি.এ. অথবা সমমানের  শিক্ষা কোর্সে পড়াশুনা বা কম্পিউটার সাইন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোটেল ম্যানেজম্যান্ট ইত্যাদি বিষয়ে বা ৪ থেকে ৫ বছর মেয়াদি  ডিপ্লোমা কোর্সে অধ্যায়নের জন্য ২ (দুই) লক্ষ টাকা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের জন্য ২ (দুই) লক্ষ টাকা প্রদান করা হবে।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরতদের জন্যঃ

মেডিকেল কলেজ অধ্যয়নের জন্য ১০ (দশ) লক্ষ টাকা, ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরতদের জন্য ৮ (আট) লক্ষ টাকা, এম ফিল, সি.এ. অথবা সমমনা শিক্ষা কোর্সে পড়াশুনা বা ইলেকট্রিক্যাল, ইলেক্টট্রনিক্স, হোটেল ম্যানেজম্যান্ট ইত্যাদি বিষয়ে বা ৩ থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে অধ্যয়নের জন্য যারা বিদেশ যাবেন তাদেরকে সবোচ্চ ৫ (পাচঁ) লক্ষ টাকা প্রদান করা হবে।

এছাড়া উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যারা বিদেশে যাবেন তাদেরকে ৮ (আট) লক্ষ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে বিদেশে যাবার পরে ঋণ প্রদান করা হবে।

Scroll to Top