আমানত ঋণ প্রকল্প
নিজস্ব আমানতের উপর বিনা জামিনে ও সহজ শর্তে ঋণ গ্রহনের সুবিধা
স্থায়ী আমানত, এম.এস.পি, সেভিংস প্লাস, দ্বিগুণ আমানতের বিপরীতে মেয়াদী আমানত প্রকল্প ঋণ
আবেদন ও ঋণ প্রক্রিয়াঃ
- অফিস হতে ক্রয়কৃত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।
- সকল প্রকার আমানতের বিপরীতে ৯০% ঋণ প্রদান করা হবে।
- ঋণের সুদের হার ১২%। কোন রিবেট প্রদান করা হবে না।
- এই ঋণের মেয়াদ হবে আমনতের মেয়াদ হবে ৩৬-১০৮ কিস্তি পর্যন্ত।
- গ্রহণকৃত ঋণের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত আমানতের টাকা উত্তোলণ বা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না।